প্রিয় ভক্তগণ,
ব্যাঙ্গালোর কালিবারিতে দুটি আসন্ন অনুষ্ঠান সম্পর্কে আপনাকে জানাতে পেরে আনন্দিত।
১. তর্পণ অনুষ্ঠান
ব্যাঙ্গালোর কালীবাড়িতে ০২/১০/২০২৪ তারিখে তর্পন অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ৬.৩০ এ শুরু হবে এবং দুপুর ১২.৩০ এ শেষ হবে। তর্পণ অনুষ্ঠানের পরে, ভক্তরা তাদের উপবাস ভাঙার সুযোগ পাবেন। অনুষ্ঠানের বিস্তারিত নিম্নে তুলে ধরা হলোঃ
স্থানঃ বেঙ্গালুরু কালীবাড়ি
তারিখঃ ০২/১০/২০২৪
শুরু সময়ঃ সকাল ৬.৩০
শেষ সময়ঃ দুপুর ১২.৩০
২. মহালয়া অমাবস্যা
মাতৃ আরাধনা ব্রতী হওয়ার আহবান নিয়ে ব্যাঙ্গালোর কালীবাড়ি সকল ভক্তবৃন্দকে মহালয়া অমাবস্যা পুজোর আমন্ত্রণ জানায় । পুজোর পুণ্য লগ্নে ১৫ ই আশ্বিন ১৪৩১ ( হিং ২ অক্টোবর ২০২৪) বুধবার মাতৃ মন্দিরে, মাতৃআরাধনা সকল আয়োজনে সম্পূর্ণ হইবে। মায়ের সকল সন্তানদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।
পূজা নির্ঘণ্ট:
ক. পূজা :সন্ধ্যে ৬.০০, ঘটিকায়
খ. পুষ্পাঞ্জলি : ৭.৩০ ঘটিকায়
গ. ভোগ: ৭.৪৫- ৯.৩০ ঘটিকায়
নিবেদান্তে :
ব্যাঙ্গালোর কালীবাড়ি ট্রাস্ট
স্থান: বাংলোর কালীবাড়ি
তারিখ: ২অক্টোবর ২০২৪
কালীবাড়ির কাজে অংশ নিন
১. ব্যাঙ্গালোর কালীবাড়ি উৎসর্গীকৃত ভক্তদের উষ্ণ অভ্যর্থনা জানায়। যারা অমাবস্যা পূজা দিবসের জন্য মায়ের ভোগ প্রস্তুত করতে আগ্রহী তাদের এই সেবা করার জন্য ব্যাঙ্গালোর কালীবাড়ি আমন্ত্রণ জানায় ।
২.উপরন্তু, ভোগ পরিবেশন করতে আগ্রহী ব্যক্তিরাও অংশগ্রহণ করতে স্বাগত। সন্ধে ৭.৩০ – ৯.৩০। এই সুযোগের জন্য দয়া করে আমাদের প্রধান সচিব অশোক দা-এর কাছে আপনার নাম নথিভুক্ত করুন।
৩. সকল ভক্তবৃন্দের কাছে আমাদের আহ্বান; যারা অমাবস্যা পুজোর দায়িত্ব ভার নিতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে এই দূরভাষ সংখ্যায় ৭৪০৬৪০৬৫৪৮, ৭৪০৬৪৮৫৮৯২ যোগাযোগ করুন। অমাবস্যা পুজোর দায়িত্ব জানুয়ারি ২০২৬ থেকে নেওয়া যেতে পারে ।
৪.এই মহালয়া-অমাবস্যার পুজোর দায়িত্বভার শ্রীমতি সঙ্গীতা শেভারওয়াল স্বেচ্ছায় গ্রহণ করেছেন।
৫.যারা পূর্ণিমা পুজো নিজের নাম গোত্র দিয়ে করিতে ইচ্ছুক তারা এই দূরভাষ সংখ্যা যোগাযোগ করুন । পূর্ণিমা পূজোর দায়িত্বভার অক্টোবর ২০২৪ থেকে নেওয়া যেতে পারে । ৭৪০৬৪০৬৫৪৮, ৭৪০৬৪৮৫৮৯২
সর্বদা ভক্তবৃন্দের সেবায়:
ব্যাঙ্গালোর কালীবাড়ি ট্রাস্ট
Dear Devotees
Mahalaya Amavasya puja will be held at the Bangalore Kalibari at 06:00 P.M. on 02/10/2024. Puja will be followed by Pushpanjali at 07:30 p.m. Anna Bhog will be distributed from 07:45 p.m. onwards.
Bhaktas may take part in Til Tarpan program on the same day from 6:30 A.M. to 12:30 P.M.. Food and drinks to break fasting after completion of tarpan will be available at the temple.
Hope to see you all at the temple.
Regards,
Bangalore Kali Bari Trust