সুধী ভক্তবৃন্দ,
ব্যাঙালোর কালিবাড়ির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, আগামী ৫ই মার্চ মন্দিরে এক বিশেষ পূজা ও মহাযজ্ঞর আয়োজন করা হয়েছে । এই অনুষ্ঠান সফল করার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য । সহযোগিতায় ইচ্ছুক সকল ভক্তকে মন্দিরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ।
ব্যাঙালোর কালিবাড়ি ট্রাষ্ট
অনুষ্ঠানসুচি
১. শিবপূজা আরম্ভ – সকাল ৯ ঘ:
২. মায়ের পূজা আরম্ভ – সকাল ৯.৩০ ঘ:
৩. মহাযজ্ঞ – সকাল ১১:৩০ ঘ:
৪. মহাভোগ – সকাল ১২:৩০ ঘ:
Dear Bhaktas,
On the occasion of foundation day, a special Puja and Mahayagna is arranged at Kalibari on 5th March 2023, Sunday. You are cordially invited to participate to make the program successful. Bhaktas, who are interested to help and take active part, please contact Kalibari.
Bangalore Kalibari Trust