১৯ শে এপ্রিল ২০২৩ – অমাবশ্যা পূজা | 19th April 2023 – Amabashya Puja

সুধী ভক্তবৃন্দ,

মাতৃ আরাধনায় ব্রতী হওয়ার আহবান নিয়ে “ব্যাঙ্গালোর কালীবাড়ি” আপনাদের সকলকে আমন্ত্রণ জানায়। আমাবস্যার পূর্ণ লগ্নে আগামী ৫ই বৈশাখ ১৪৩০( ই : ১৯ই এপ্রিল ২০২৩, বুধবার) মাতৃ মন্দিরের, মাতৃ আরাধনায় সকল আয়োজন সুসম্পন্ন। মায়ের সকল ভক্তবৃন্দ দের সহযোগিতা ও উপস্থিতি একান্ত কাম্য !

এবারের ( ১৯ ই এপ্রিল ২০২৩) অমাবস্যা পূজার দায়িত্বভার শ্রী দীপক কর মহাশয় বহন করছেন।
যারা পূর্ণিমা পুজো নিজের নাম গোত্র দিয়ে করিতে ইচ্ছুক তারা এই দূরভাষ সংখ্যা যোগাযোগ করুন ৭৪০৬৪০৬৫৪৮, ৭৪০৬৪০২০৫০ |

সকল ভক্তবৃন্দের কাছে আমাদের আহ্বান, যারা অমাবস্যা পুজোর দায়িত্ব ভার নিতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে এই দূরভাষ সংখ্যায় ৭৪০৬৪০৬৫৪৮, ৭৪০৬৪০২০৫০ যোগাযোগ করুন। অমাবস্যা পুজোর দায়িত্ব জুলাই ২০২৪ থেকে নেওয়া যেতে পারে।

পূজা নির্ঘণ্ট :
১. পূজারম্ভ : সন্ধ্যে ৬.০০ ঘটিকায়
২. পুষ্পাঞ্জলি :৭.৩০ ঘটিকায়
৩. ভোগ : ৭.৪৫- ৯.৩০ ঘটিকায়।

Dear Devotees,

Amavasya Puja will be performed at Bangalore Kalibari on 19.04.2023, Wednesday, starting at 6:00 PM followed by Puspanjali at 7:30 PM and then Bhog will be distributed between 7:45 PMand 9:30 PM.

Sri Deepak Kar will be facilitating and carrying out this Amavasya Puja (19.04.2023, Wednesday).

Devotees who are interested to give Purnima Puja on his/her behalf with Name and Gotro please reach us at 74064 06548/ 7406402050.

Interested devotees willing to share responsibility for Amavasya Puja, where Puja will be given in their names and Gotro, can register their names. Booking is available from July 2024 as all slots are booked till June 2024. For any communication related to Puja Booking please contact 9174064 06548/ 91 74064 02050.

Place :Bangalore Kalibari
Date : 19.04.2023, Wednesday
Time : 6.00 PM onwards

Regards,
Bangalore Kalibari Trust
Mobile: +91 74064 06548 / +91 74064 02050
Location: https://g.co/kgs/rHTz3c

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *